এক আদিম চেনা হাতছানি যেন দেয়।
খুব চেনা, খুব চেনা মনে হয় তোমায়।
তুমি থাকো ধূসর মরূর মাঝে
আমি থাকি মেঘের পাশে পাশে,
মরুভূমির বালুরতটে বসে
মেঘসাধনে মগ্ন তুমি, কে হে।
আমি চলেছি পাখির ডানা মেলে
নীল আকাশে, সবুজ ঘাসের খোঁজে,
তবুও কেন দেখছি তোমায় ঘুরে
কিসের স্মৃতি টানছে বারেবারে?
তবে কি আজ, নতুন দিশা ফেলে
আমি থাকব মেঘছায়া মেলে
ধূসর মরূদ্যানে মজে প্রাণ
আদিম চেনা করছে আহ্বান ।।