আজও

আজ ও তো বুঝি নি তোমায় ,

তুমি ও  কি বা জানলে আমায়,

সূর্যমুখী আজও গরাদ শোকে ছটফট করছে,

রুপালি রেশের জলপ্রপাত আজও আনমনা করছে,

আর তুমি …

আমার ভোরের আলোয়, আজও লুকিয়ে থাকো,

আজও নিস্তব্ধ দুপুরের অগোছালো চিন্তায় হঠাৎ ভির করো,

অজয় নদীর জলের ওপরে চিকচিকে সোনালি রোদে ভেসে ওঠো

হঠাৎ করে, ,আজো,  তুমি ।

স্মৃতির ভিরে তুমি আছো  প্রদীপ্ত হয়ে,

উষ্ণ স্পর্শে , শীতল  তারতলায়,

পাওয়া,  না পাওয়া,  বোঝা,  ডাকা , জানা অজানায়

গানের ছন্দে, লয়ে,  কথায়। 

Poem inspired by the song ” Tomake bujhi na priyo” from the movie ” Prajapati Biskoot”

Picture from Internet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme: Overlay by Kaira