সকাল থেকে আকাশ আজ অভিমান করেছে
বজ্রপাত দিয়ে শুরু ,
মেঘের ঘনঘটা ,
আর মাঝেমাঝেই ফুঁপিয়ে বৃষ্টি ।
ঠিক তোর মতো,
তোর যেমন, আমার ওপর পূর্ণ অধিকার নিয়ে
গর্জন বর্ষণের অভ্যাস ছিল অকারণে,
আর আমার চোখে ফুঁপিয়ে জল।
তাই সকাল থেকে আজ মনের ভেতর
তোকে মেখে বসে আছি ।
মুখে চোখে অন্তরে
আদর বৃষ্টিতে ভিজ্ছি অবিরত
তোর সঙ্গে কবিতায় ঘর করা
আজ ও শেষ হয়ে না আমার ।।