শুনতে পেলে তুমি নিস্তব্ধতার ধ্বনি?
চুপি পায়ে এসে ত্রখন চারিদিকে ছেয়ে,
স্তব্ধ শহর থমকে দাঁড়িয়েছে আজ।
গতীবিহীন এ কি অদ্ভুত অনুভূতি
থতমত, গুটিশুটি, চুপচাপ
নিঝুম, নীরবতা ।
শুনতে পাচ্ছ তুমি নিস্তব্ধতার আর্তনাদ ?
আওয়াজ ছাড়াই ক্রন্দনের সুর।
বাতাসে বইছে এই হাহাকার ।
সোনালী রোদ, সুনীল আকাশ, পাখির কূজন
খুঁজছো তুমি ,
তুমি বলছো ,
পৃথিবী নতুন ভাবে বাঁচতে চাইছে ।
বেঁচে থাক পৃথিবী, বেঁচে থাক সৃষ্টি ।
নিস্তব্ধত নীরব সন্ধ্যা জন্ম দিক ত্রক নতুন সকালকে ।
হাহাকার থেকে জেগে উঠুক মানবিকতা বোধ ।
মনের মধ্যে বয়ে চলেছে আশা নিরাশা খেলা।
আর হঠাৎ মনে হলো আমাদের সেই পুরানো প্রতিশ্রুতির কথা।
রোদমাখা দুপুরে নিস্তব্ধ পাহাড়ী রাস্তায় বসে
একসাথে দুজনের চা খাওয়া
এখনো বাকী রয়ে গেছে যে।
Copyright ~ Ipsita Ganguli